শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৫৭
হালাল পশুর পেশাবের বিধান
৬৫৭। হুসাইন ইবন নসর (রাহঃ)..... মুহাম্মাদ ইবন আলী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, উট, গরু ও বকরীর পেশাবকে ওষুধ হিসাবে ব্যবহার করতে কোন অসুবিধা নেই। আম সম্ভবত তিনি এ অভিমত এ জন্য পোষণ করেছেন, যেহেতু এই পেশাব তাঁর মতে সমস্ত অবস্থায় হালাল ও পাক। যেমনটি মুহাম্মাদ ইবনুল হাসান (রাহঃ) বলেছেন। আবার হতে পারে তিনি জরুরী প্রয়োজনের শর্তে এর দ্বারা শুধু চিকিৎসা বৈধ সাব্যস্ত করেছেন। এই জন্য নয় যে, এটা প্রকৃতিগতভাবে পাক এবং অপ্রয়োজনীয় অবস্থায়ও বৈধ।
657 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ قَالَ: ثنا إِسْرَائِيلُ قَالَ: ثنا جَابِرٌ , عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ: " لَا بَأْسَ بِأَبْوَالِ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ , أَنْ يُتَدَاوَى بِهَا فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَهَبَ إِلَى ذَلِكَ لِأَنَّهَا عِنْدَهُ حَلَالٌ طَاهِرَةٌ , فِي الْأَحْوَالِ كُلِّهَا كَمَا قَالَ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ. وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ أَبَاحَ الْعِلَاجَ بِهَا لِلضَّرُورَةِ , لَا لِأَنَّهَا طَاهِرَةٌ فِي نَفْسِهَا , وَلَا مُبَاحَةٌ فِي غَيْرِ حَالِ الضَّرُورَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৫৭ | মুসলিম বাংলা