শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৬১
আন্তর্জাতিক নং: ৬৬২
২৩- তায়াম্মুমের পদ্ধতি কিরূপ
৬৬১-৬৬২। ইবন আবী দাউদ (রাহঃ)...... আম্মার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন তায়াম্মুমের (বিধান সম্বলিত) আয়াত অবতীর্ণ হয় তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমরা একবার চেহারা (মাসেহের জন্য হাত) মারলাম তারপর আমরা (দ্বিতীয় বার) কাধ পর্যন্ত দুই হাতের উপর-নীচ (মাসেহের জন্য) মারলাম।

ইবন আবী দাউদ (রাহঃ) ও মুহাম্মাদ ইবন নো'মান (রাহঃ)...... ইবন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
بَابُ صِفَةِ التَّيَمُّمِ كَيْفَ هِيَ؟
661 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْوَهْبِيُّ قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عَبْدِ اللهِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ عَمَّارٍ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ نَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ , فَضَرَبْنَا ضَرْبَةً وَاحِدَةً لِلْوَجْهِ ثُمَّ ضَرَبْنَا ضَرْبَةً لِلْيَدَيْنِ إِلَى الْمَنْكِبَيْنِ ظَهْرًا وَبَطْنًا "

662 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَمُحَمَّدُ بْنُ النُّعْمَانِ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ الْأُوَيْسِيُّ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬১ | মুসলিম বাংলা