শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৫৪
হালাল পশুর পেশাবের বিধান
৬৫৪। রবী' ইবন সুলায়মানুল মুয়াযযিন (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, উটের পেশাব এবং দুধে তাদের পেটের পীড়ার জন্য শিফা রয়েছে। তাঁরা (সেই আলিমগণ) বলেছেন, এ হাদীসেও সেই বিষয়ের প্রমাণ বিদ্যমান রয়েছে, যা আমরা বর্ণনা করেছি। পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন, উটের পেশাব নাপাক, এর বিধান এর রক্তের অনুরূপ, এর দুধ ও গোশতের অনুরূপ নয়। উপরন্তু তাঁরা বলেন, তোমরা উরায়না গোত্রের লোকদের সম্পর্কে যে হাদীস রিওয়ায়াত করেছ, সেই বিধান ছিল বিশেষ জরুরী প্রয়োজনবশত। তাতে এ বিষয়ের কোন দলীল নেই যে, এটা বিশেষ জরুরী প্রয়োজন ব্যতীতও মুবাহ (হালাল)। কেননা আমরা অনেক বস্তু দেখতে পাচ্ছি, যা বিশেষ প্রয়োজনবশত মুবাহ (জায়িষ) হয়ে থাকে; কিন্তু জরুরী প্রয়োজন ব্যতীত মুবাহ (জায়িষ) হয় না। এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াতসমূহ বর্ণিত আছে :
654 - حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ قَالَ: ثنا ابْنُ هُبَيْرَةَ , عَنْ حَنَشِ بْنِ عَبْدِ اللهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي أَبْوَالِ الْإِبِلِ وَأَلْبَانِهَا شِفَاءً لِذِرْبَةِ بُطُونِهِمْ» قَالُوا: فَفِي ذَلِكَ تَثْبِيتُ مَا وَصَفْنَا أَيْضًا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: أَبْوَالُ الْإِبِلِ نَجِسَةٌ , وَحُكْمُهَا حُكْمُ دِمَائِهَا لَا حُكْمُ أَلْبَانِهَا وَلُحُومِهَا. [ص:109] وَقَالُوا: أَمَّا مَا رَوَيْتُمُوهُ فِي حَدِيثِ الْعُرَنِيِّينَ , فَذَلِكَ إِنَّمَا كَانَ لِلضَّرُورَةِ , فَلَيْسَ فِي ذَلِكَ دَلِيلٌ أَنَّهُ مُبَاحٌ فِي غَيْرِ الضَّرُورَةِ , لِأَنَّا قَدْ رَأَيْنَا أَشْيَاءَ أُبِيحَتْ فِي الضَّرُورَاتِ , وَلَمْ تُبَحْ فِي غَيْرِ الضَّرُورَاتِ , وَرُوِيَتْ فِيهَا الْآثَارُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
