শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৫৩
হালাল পশুর পেশাবের বিধান
৬৫৩। ইবন মারযূক (রাহঃ)...... আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আয়েশা (রাযিঃ) দু'আ করে বলেছেন, হে আল্লাহ্! মদের দ্বারা চিকিৎসাকারীদের শিফা দিওনা। তাঁরা বলেছেন, যখন এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হল যে, বান্দার উপর হারামকৃত বস্তুর দ্বারা শিফা অর্জিত হয় না। সুতরাং প্রথমোক্ত হাদীস, যাতে নবী উটের পেশাবকে ওষুধ হিসাবে নির্ধারণ করেছেন। তাতে সাব্যস্ত হয় যে, তা পাক, হারাম নয়। রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এ বিষয়ে নিম্নোক্ত হাদীসও বর্ণিত আছে:
653 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَطَاءٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: «اللهُمَّ لَا تَشْفِ مَنِ اسْتَشْفَى بِالْخَمْرِ» قَالُوا: فَلَمَّا ثَبَتَ بِهَذِهِ الْآثَارِ أَنَّ الشِّفَاءَ لَا يَكُونُ فِيمَا حُرِّمَ عَلَى الْعِبَادِ , ثَبَتَ بِالْأَثَرِ الْأَوَّلِ الَّذِي جَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَوْلَ الْإِبِلِ فِيهِ دَوَاءً , أَنَّهُ طَاهِرٌ غَيْرُ حَرَامٍ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا مَا
