শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৩৩
মুস্তাহাযা মহিলা কিভাবে সালাতের জন্য তাহারাত অর্জন করবে।
৬৩৩। ইবন আবী দাউদ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সাহলা বিত সুহাইল ইবন আমর (রাযিঃ) ইস্তিহাযায় আক্রান্ত হন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে প্রত্যেক সালাতের জন্য গোসলের নির্দেশ দিতেন। কিন্তু যখন তা তার জন্য কষ্টকর হয়ে পড়ল তখন তিনি তাঁকে নির্দেশ দিলেন যে, যুহর ও আসরকে এক গোসলের সাথে একত্রিত করবে, মাগরিব ও ইশাকে এক গোসলের সাথে এবং ফজরের জন্য পৃথক গোসল করবে।
তাঁরা বলেনঃ এটা প্রমাণ বহন করে যে, এই বিধান প্রথমোক্ত হাদীস সমূহে উল্লিখিত বিধানের জন্য রহিতকারী। যেহেতু তিনি এই নির্দেশ পরবর্তীতে প্রদান করেছেন। সুতরাং প্রথমোক্ত হাদীস সমূহ গ্রহণ করা অপেক্ষা পরবর্তী বিধান গ্রহণ করা উত্তম। তাঁরা বলেন: এ বিষয়টি আলী (রাযিঃ) ও ইবন আব্বাস (রাযিঃ) থেকেও বর্ণিত আছে। তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ উল্লেখ করেছেনঃ
তাঁরা বলেনঃ এটা প্রমাণ বহন করে যে, এই বিধান প্রথমোক্ত হাদীস সমূহে উল্লিখিত বিধানের জন্য রহিতকারী। যেহেতু তিনি এই নির্দেশ পরবর্তীতে প্রদান করেছেন। সুতরাং প্রথমোক্ত হাদীস সমূহ গ্রহণ করা অপেক্ষা পরবর্তী বিধান গ্রহণ করা উত্তম। তাঁরা বলেন: এ বিষয়টি আলী (রাযিঃ) ও ইবন আব্বাস (রাযিঃ) থেকেও বর্ণিত আছে। তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ উল্লেখ করেছেনঃ
633 - فَذَكَرُوا مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْوَهْبِيُّ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «إِنَّمَا هِيَ سَهْلَةُ ابْنَةُ سُهَيْلِ بْنِ عَمْرٍو , اسْتُحِيضَتْ , وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُهَا بِالْغُسْلِ عِنْدَ كُلِّ صَلَاةٍ فَلَمَّا أَجْهَدَهَا ذَلِكَ أَمَرَهَا أَنْ تَجْمَعَ الظُّهْرَ وَالْعَصْرَ فِي غُسْلٍ وَاحِدٍ , وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ فِي غُسْلٍ وَاحِدٍ , وَتَغْتَسِلَ لِلصُّبْحِ» قَالُوا: فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ هَذَا الْحُكْمَ نَاسِخٌ لِلْحُكْمِ الَّذِي فِي الْآثَارِ الْأُوَلِ , لِأَنَّهُ إِنَّمَا أَمَرَ بِهِ بَعْدَ ذَلِكَ , فَصَارَ الْقَوْلُ بِهِ أَوْلَى مِنَ الْقَوْلِ بِالْآثَارِ الْأُوَلِ. قَالُوا: وَقَدْ رُوِيَ ذَلِكَ أَيْضًا , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ
