শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৩৪
মুস্তাহাযা মহিলা কিভাবে সালাতের জন্য তাহারাত অর্জন করবে।
৬৩৪। ইবন আবী দাউদ (রাহঃ).... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার তাঁর নিকট জনৈকা ইস্তিহাযা আক্রান্ত মহিলা উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করতে লাগলেন। তিনি তাকে ফাতওয়া দিয়ে বললেন, অন্যকে জিজ্ঞাসা কর। রাবী বলেন, তারপর সেই মহিলা ইবন উমার (রাযিঃ) এর নিকট এসে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে বললেন, যতক্ষণ পর্যন্ত রক্ত দেখবে সালাত আদায় করবে না। এরপর মহিলাটি ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট প্রত্যাবর্তন করলেন এবং তাকে বিষয়টি বললেন। তিনি বললেন, আল্লাহ্ তাঁর উপর রহমত করুন। তিনি তো তোমাকে ‘কুফরী পর্যন্ত পৌছে দেয়ার উপক্রম করে ফেলেছেন। রাবী বলেন, তারপর সে আলী ইবন আবী তালিব (রাযিঃ) কে জিজ্ঞাসা করল, তিনি বললেন, এটা শয়তানের পক্ষ থেকে লাথি অথবা বলেছেন, গর্ভাশয়ে আঘাত। প্রত্যেক দুই সালাতের জন্য একটি বার গোসল করে সালাত আদায় করবে। পরবর্তীতে সে ইবন আব্বাস (রাযিঃ)-এর সঙ্গে সাক্ষাত করে তাঁকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, আমি তোমার জন্য সেটাই (বিধান) পাচ্ছি যা আলী (রাযিঃ) ব্যক্ত করেছেন।
634 - فَذَكَرُوا مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " جَاءَتْهُ امْرَأَةٌ مُسْتَحَاضَةٌ تَسْأَلُهُ , فَلَمْ يُفْتِهَا , وَقَالَ لَهَا: سَلِي غَيْرِي. قَالَ: فَأَتَتِ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَسَأَلَتْهُ , فَقَالَ لَهَا: لَا تُصَلِّي مَا رَأَيْتُ الدَّمَ , فَرَجَعَتْ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ فَأَخْبَرَتْهُ , فَقَالَ رَحِمَهُ اللهُ: إِنْ كَادَ لَيُكَفِّرُكَ. قَالَ: ثُمَّ سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: تِلْكَ رِكْزَةٌ مِنَ الشَّيْطَانِ , أَوْ قُرْحَةٌ فِي الرَّحِمِ , اغْتَسِلِي عِنْدَ كُلِّ صَلَاتَيْنِ مَرَّةً , وَصَلِّ. قَالَ: فَلَقِيتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ بَعْدُ , فَسَأَلْتُهُ , فَقَالَ: مَا أَجِدُ لَكَ إِلَّا مَا قَالَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ "
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৩৪ | মুসলিম বাংলা