শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬১২
আন্তর্জাতিক নং: ৬১৩
২০- জুতার উপর মাসাহ্‌ করা।
৬১২-৬১৩। আবু বাকরা (রাহঃ), ইবরাহীম ইবন মারযূক (রাহঃ) ও ইবন খুযায়মা (রাহঃ)... আউস ইবন আবী আউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমার পিতাকে দেখেছি তিনি উযূ করেছেন এবং তার চপ্পলের উপর মাসেহ করেছেন। আমি তাঁকে বললাম, আপনি কি চপ্পলের উপর মাসেহ্ করছেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ -কে দেখেছি তিনি চপ্পলের উপর মাসেহ করেছেন।
بَابُ الْمَسْحِ عَلَى النَّعْلَيْنِ
612 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَإِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا أَبُو دَاوُدَ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ ح

613 - وَحَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ , عَنْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ قَالَ: رَأَيْتُ أَبِي تَوَضَّأَ , وَمَسَحَ عَلَى نَعْلَيْنِ لَهُ. فَقُلْتُ لَهُ: أَتَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ؟ فَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬১২ | মুসলিম বাংলা