শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬১৪
জুতার উপর মাসাহ্ করা।
৬১৪। ফাহাদ (রাহঃ).... আউস ইবন আবী আউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার এক সফরে আমার পিতার সঙ্গে ছিলাম। এক পর্যায়ে আমরা বেদুঈনদের কূপের সন্নিকটবর্তী অবতরণ করলাম। তিনি (পিতা) পেশাব করলেন তারপর উযূ করলেন এবং চপ্পলের উপর মাসেহ করলেন। আমি তাঁকে বললাম! আপনি এরূপ করছেন? তিনি বললেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে যা করতে দেখেছি তার উপর তোমার জন্য অতিরিক্ত করব না।
ইমাম আবু জা'ফর তাহাবী বলেন : একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, চামড়ার মোজায় মাসেহ করার অনুরূপ চপ্পলের উপরও মাসেহ করা হবে। তাঁরা বলেছেন, আলী (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস এমতকে শক্তিশালী করেছে। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ পেশ করেছেন :
ইমাম আবু জা'ফর তাহাবী বলেন : একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, চামড়ার মোজায় মাসেহ করার অনুরূপ চপ্পলের উপরও মাসেহ করা হবে। তাঁরা বলেছেন, আলী (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস এমতকে শক্তিশালী করেছে। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ পেশ করেছেন :
614 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ قَالَ: أنا شَرِيكٌ , عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ , عَنْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ قَالَ: كُنْتُ مَعَ أَبِي فِي سَفَرٍ وَنَزَلْنَا بِمَاءٍ مِنْ مِيَاهِ الْأَعْرَابِ , فَبَالَ فَتَوَضَّأَ , وَمَسَحَ عَلَى نَعْلَيْهِ. فَقُلْتُ لَهُ: أَتَفْعَلُ هَذَا. فَقَالَ: «مَا أَزِيدُكَ عَلَى مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى الْمَسْحِ عَلَى النَّعْلَيْنِ , كَمَا يُمْسَحُ عَلَى الْخُفَّيْنِ , وَقَالُوا: قَدْ شَذَّ , ذَلِكَ مَا رُوِيَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فَذَكَرُوا فِي ذَلِكَ مَا


বর্ণনাকারী: