শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬০৬
১৯- যার নিকট শুধু খেজুরের নাবীয (ভিজানো পানি) রয়েছে সে এর দ্বারা উযূ করবে, না তায়াম্মুম করবে
৬০৬। রবী'উল মুয়াযযিন (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উন মাসউদ (রাযিঃ) জিন-রাতে (যে রাতে জিনদের দ্বীনের দাওয়াত দেন) রাসূলুল্লাহ্ = -এর সঙ্গে গিয়েছিলেন। রাসূলুল্লাহ্ তাঁকে জিজ্ঞাসা করলেন, হে ইবন মাসউদ, তোমার নিকট পানি আছে? তিনি বললেন, আমার পাত্রে শুধু নাবীয (খেজুর ভিজানো পানি) আছে। রাসূলুল্লাহ্ বললেন, আমাকে ঢেলে দাও । তারপর তিনি এর দ্বারা উযূ করলেন এবং বললেনঃ (এটা) পানীয় এবং পবিত্রকারী ।
بَابُ الرَّجُلِ لَا يَجِدُ إِلَّا نَبِيذَ التَّمْرِ , هَلْ يَتَوَضَّأُ بِهِ , أَوْ يَتَيَمَّمُ؟
606 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ قَالَ: ثنا قَيْسُ بْنُ الْحَجَّاجِ , عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ ابْنَ مَسْعُودٍ خَرَجَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ , فَسَأَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَعَكَ يَا ابْنَ مَسْعُودٍ مَاءٌ؟ قَالَ: مَعِي نَبِيذٌ فِي إِدَاوَتِي فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصْبِبْ عَلَيَّ» فَتَوَضَّأَ بِهِ , وَقَالَ: «شَرَابٌ وَطَهُورٌ»
