শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬০৪
দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান
৬০৪. ইবন আবী দাউদ (রাহঃ) আব্দুর রহমান ইবন আবী লায়লা তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট বসা ছিলাম। এমতাবস্থায় তাঁর কোলে অথবা বুকে হাসান (রাযিঃ) অথবা হুসাইন (রাযিঃ) ছিলেন। তিনি তাঁর উপর পেশাব করে দিলেন। এমনকি আমি দেখেছি তার পেশাব দ্রুত বয়ে যাচ্ছিল। আমি তাঁর দিকে উঠে দাঁড়ালাম। তিনি বললেন, তাকে ছেড়ে দাও। তারপর তিনি পানি চেয়ে এনে তার উপর ঢেলে দিলেন।
604 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى، عَنْ جَدِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى بَطْنِهِ , أَوْ عَلَى صَدْرِهِ , حَسَنٌ أَوْ حُسَيْنٌ , فَبَالَ عَلَيْهِ حَتَّى رَأَيْتُ بَوْلَهُ أَسَارِيعَ فَقُمْنَا إِلَيْهِ , فَقَالَ: «دَعُوهُ فَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»
