শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬০২
আন্তর্জাতিক নং: ৬০৩
দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান
৬০২-৬০৩. ফাহাদ (রাহঃ)..... আব্দুর রহমান ইবন লায়লা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে উপস্থিত ছিলাম, এমন সময় হাসান (রাযিঃ)-কে নিয়ে আসা হয়। তিনি তাঁর শরীরে পেশাব করেছেন। এতে লোকেরা (তাঁকে উঠানোর জন্য) তাড়াহুড়া করল। তিনি বললেনঃ আমার বংশধর (দৌহিত্র) কে ছেড়ে দাও, আমার বংশধরকে (দৌহিত্র) ছেড়ে দাও। যখন তিনি পেশাব শেষ করলেন তখন তাতে পানি ঢেলে দিলেন।
ফাহাদ (রাহঃ).... ইবন আবী লায়লা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ফাহাদ (রাহঃ).... ইবন আবী লায়লা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
602 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا ابْنُ شِهَابٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي لَيْلَى، قَالَ: " كُنْتُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِيءَ بِالْحَسَنِ رَضِيَ اللهُ عَنْهُ , فَبَالَ عَلَيْهِ , فَأَرَادَ الْقَوْمُ أَنْ يُعْجِلُوهُ , فَقَالَ: «ابْنِي ابْنِي» فَلَمَّا فَرَغَ مِنْ بَوْلِهِ , صَبَّ عَلَيْهِ الْمَاءَ "
603 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ قَالَ: أنا وَكِيعٌ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
603 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ قَالَ: أنا وَكِيعٌ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
