শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৯৮
আন্তর্জাতিক নং: ৫৯৯
পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান
৫৯৮-৫৯৯. মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে শিশুদের আনা হত এবং তিনি তাদের জন্য দু'আ করতেন। একবার একটি শিশু আনা হয় এবং সে তাঁর গায়ে পেশাব করে দেয়। তিনি বললেনঃ তোমরা এর উপর খুব ভালভাবে পানি ঢেলে দাও।

রবী' (রাহঃ)..... মুহাম্মাদ ইবন হাযিম (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الطهارة
598 - مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ , قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ , فَأُتِيَ بِصَبِيٍّ مَرَّةً , فَبَالَ عَلَيْهِ , فَقَالَ: صُبُّوا عَلَيْهِ الْمَاءَ صَبًّا "

599 - حَدَّثَنَا رَبِيعٌ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান