শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৯৩
আন্তর্জাতিক নং: ৫৯৪
দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান
৫৯৩-৫৯৪. ইউনুস (রাহঃ)..... উম্মু কায়স বিনত মিহসান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার তাঁর দুগ্ধপোষ্য পুত্রকে নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে কোলে বসালেন। তারপর সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি চেয়ে এনে তাতে ছিটিয়ে দিলেন, কিন্তু তা ধৌত করেন নি।

ইউনুস (রাহঃ)..... যুহ্বী (রাহঃ) থকে অনুরূপ বর্ণনা করেছেন।
593 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، وَاللَّيْثُ , وَعَمْرٌو , وَيُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ «أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا لَمْ يَأْكُلِ الطَّعَامَ , إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ , فَبَالَ عَلَى ثَوْبِهِ , فَدَعَا بِمَاءٍ , فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»

594 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান