শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৯১
আন্তর্জাতিক নং: ৫৯২
দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান
৫৯১-৫৯২. ইবন আবী দাউদ (রাহঃ).... লুবাবা বিনত হারিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার হুসাইন ইবন আলী (রাযিঃ) নবী (ﷺ)-এর শরীরে পেশাব করে দেন। আমি বললাম, আপনার কাপড়খানা আমাকে দিন, তা ধৌত করে দিব। তিনি বললেনঃ দুগ্ধপোষ্য মেয়ের পেশাব ধৌত করতে হয় এবং দুগ্ধপোষ্য ছেলের পেশাবে পানি ছিটিয়ে দিতে হয়।
ফাহাদ (রাহঃ).... আবুল আহওয়াস (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ফাহাদ (রাহঃ).... আবুল আহওয়াস (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
591 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ قَابُوسِ بْنِ الْمُخَارِقِ، عَنْ لُبَابَةَ بِنْتِ الْحَارِثِ: أَنَّ الْحُسَيْنَ بْنَ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُمَا , بَالَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقُلْتُ: أَعْطِنِي ثَوْبَكَ أَغْسِلْهُ فَقَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنَ الْأُنْثَى , وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ»
592 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
592 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ


বর্ণনাকারী: