শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৯০
১৮- দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান
৫৯০. আহমদ ইবন দাউদ (রাহঃ).... আলী (রাযিঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি দুগ্ধপোষ্য শিশুর ব্যাপারে বলেছেনঃ দুগ্ধপোষ্য মেয়ের পেশাব ধৌত করতে হবে, আর দুগ্ধ পোষ্য ছেলের পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে।
بَابُ حُكْمِ بَوْلِ الْغُلَامِ وَالْجَارِيَةِ قَبْلَ أَنْ يَأْكُلَا الطَّعَامَ
590 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا بَكْرُ بْنُ خَلَفٍ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي الرَّضِيعِ: «يُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ , وَيُنْضَحُ بَوْلُ الْغُلَامِ»
