শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৮৩
আন্তর্জাতিক নং: ৫৮৪
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৮৩. ইবরাহীম ইবন মুহাম্মাদ সায়রাফী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃউমার (রাযিঃ) জানাবাত অবস্থায় কুরআন পড়াকে মাকরুহ মনে করতেন।

ফাহাদ (রাহঃ) আ'মাশ থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
ইমাম তাহাবী (রাহঃ) এর অভিমত
বস্তুত এটা আমাদের মতে ইবন আব্বাস (রাযিঃ) এর বক্তব্য অপেক্ষা উত্তম।যেহেতু এটা তার অনুকূলে রয়েছে, যা আমরা আলী ইবন আবী তালিব (রাযিঃ), ইবন উমার (রাযিঃ), আবু মুসা (রাযিঃ) ও মালিক ইবন উবাদা (রাযিঃ) - এর হাদীসে রাসূলুল্লাহ (স) থেকে রিওয়ায়াত করেছি।আর এটাই ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সাহেবাঈন রাঃ এর মত।
583 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: ثنا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عُبَيْدَةَ، قَالَ: «كَانَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ يَكْرَهُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ وَهُوَ جُنُبٌ»

584 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أُبَيٌّ، قَالَ: ثنا الْأَعْمَشُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ فَهَذَا عِنْدَنَا أَوْلَى مِنْ قَوْلِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ لِمَا قَدْ وَافَقَهُ مِمَّا قَدْ رَوَيْنَاهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فِي حَدِيثِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَأَبِي مُوسَى , وَمَالِكِ بْنِ عُبَادَةَ. وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ وَمُحَمَّدِ بْنِ الْحَسَنِ رَحِمَهُمُ اللهُ تَعَالَى.
وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا , مَا يَدُلُّ عَلَى خِلَافِ مَا رَوَاهُ نَافِعٌ عَنْهُ فِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ الَّذِي ذَكَرْنَاهُ فِيمَا تَقَدَّمَ فِي كِتَابِنَا هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৮৩ | মুসলিম বাংলা