শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৭৯
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৭৯. ইবন খুযায়মা (রাহঃ) সালমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি একবার উযূ নষ্ট করে ফেলেন, তারপর কুরআন পড়তে শুরু করেন। তাকে বলা হল,আপনি কুরআন পড়ছেন অথচ উযূ নষ্ট করে ফেলেছেন। তিনি বললেন, হ্যা! আমি জুনুবী (যার উপর গোসল ফরয তেমন) নই।
579 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عُزْرَةَ، عَنْ سَلْمَانَ أَنَّهُ أَحْدَثَ فَجَعَلَ يَقْرَأُ. فَقِيلَ لَهُ: أَتَقْرَأُ وَقَدْ أَحْدَثْتَ؟ قَالَ: نَعَمْ , إِنِّي لَسْتُ بِجُنُبٍ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৭৯ | মুসলিম বাংলা