শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৭৮
পবিত্রতা অর্জনের অধ্যায়
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৭৮. ইবন খুযায়মা (রাহঃ) ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার ইবন মাসউদ (রাযিঃ) জনৈক ব্যক্তিকে কুরআন শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি ফুরাতের তীরে পৌঁছালেন সেই ব্যক্তি থেমে গেল।তিনি তাকে বললেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি উযূ বিনষ্ট করে ফেলেছি। তিনি বললেন, পড়,সে পড়তে লাগল এবং তিনি তাকে লোকমা দিতে থাকলেন ( অর্থাৎ সংশোধন করতে থাকলেন)।
كتاب الطهارة
578 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ حَمَّادٍ الْكُوفِيِّ , عَنْ إِبْرَاهِيمَ: أَنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ يُقْرِئُ رَجُلًا , فَلَمَّا انْتَهَى إِلَى شَاطِئِ الْفُرَاتِ كَفَّ عَنْهُ الرَّجُلُ. فَقَالَ لَهُ: مَا لَكَ؟ قَالَ: أَحْدَثْتُ , قَالَ: اقْرَأْ فَجَعَلَ يَقْرَأُ , وَجَعَلَ يَفْتَحُ عَلَيْهِ "