শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৬৪
আন্তর্জাতিক নং: ৫৬৬
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৬৪ - ৫৬৬. ফাহাদ (রাহঃ) আমর ইবন আবাসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ কোন ব্যক্তি যদি উযূর সাথে আল্লাহর যিকর করা অবস্থায় ঘুমিয়ে পড়ে তারপর রাতে উঠে আল্লাহ তা'আলার কাছে দুনিয়া ও আখিরাতের কোন বিষয় প্রার্থনা করে তাহলে আল্লাহ তা'আলার তা তাকে দান করেন।

ইবন মারযূক (রাহঃ) মু'আয ইবন জাবাল (রাযিঃ) সূত্রে নবী (স) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি আল্লাহর যিকর" শব্দ উল্লেখ করেননি। সাবিত (রাহঃ) বলেন,তিনি (আবু যাবইয়া র) আমাদের নিকট এসে আমাদেরকে এই হাদীস বর্ণনা করেছেন এবং আবু যাবাইয়া (রাহঃ) ব্যতীত এ বিষয়ে আমার জ্ঞান নাই।রাবী বলেন, আমি হাম্মাদ (রাহঃ) কে জিজ্ঞাসা করেছি যে, তুমি কি মু'আয (রাযিঃ) থেকে বর্ণনা করেছে? তিনি বলেন, হ্যা, মু'আয (রাযিঃ) থেকে।

রবী'উল জীযী (রাহঃ) শিমন ইবন আতিয়্যা (রাহঃ) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।বস্তুুত এটাও নিদ্রার পরে।এতে স্পষ্টত ব্যক্ত হয়েছে যে, হাদাস পরবর্তী তাহারাত ব্যতীতও আল্লাহর যিকর করা জায়েয আছে।এ বিষয়ে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত আছেঃ
564 - مَا حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنِ الْأَعْمَشِ , عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ , عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ: ثنا أَبُو ظَبْيَةَ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَبَسَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ يَبِيتُ طَاهِرًا عَلَى ذِكْرِ اللهِ , فَيَتَعَارُّ مِنَ اللَّيْلِ , يَسْأَلُ اللهَ تَعَالَى شَيْئًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»

565 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا حَمَّادٌ، قَالَ: كُنْتُ أنا وَعَاصِمُ بْنُ بَهْدَلَةَ، وَثَابِتٌ , فَحَدَّثَ عَاصِمٌ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي ظَبْيَةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَهُ «عَلَى ذِكْرِ اللهِ» قَالَ ثَابِتٌ: قَدِمَ عَلَيْنَا فَحَدَّثَنَا هَذَا الْحَدِيثَ , وَلَا أَعْلَمُهُ إِلَّا يَعْنِي أَبَا ظَبْيَةَ قُلْتُ لِحَمَّادٍ , عَنْ مُعَاذٍ؟ قَالَ: عَنْ مُعَاذٍ

566 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ عَمْرٍو , عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ , عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ , عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ. فَهَذَا أَيْضًا بَعْدَ النَّوْمِ , فَفِي ذَلِكَ إِبَاحَةُ ذِكْرِ اللهِ تَعَالَى بَعْدَ الْحَدَثِ، وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مِنْ ذَلِكَ شَيْءٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৬৪ | মুসলিম বাংলা