শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৬৩
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৬৩. মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস সূসী (রাহঃ) আলী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন রাসূলুল্লাহ (স) জানাবাত ব্যতীত সর্বাবস্থায় আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন।
ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন ঃ যা কিছু আমরা রাসূলুল্লাহ (স) থেকে রিওয়ায়াত করেছি তা থেকে প্রমাণিত হয় যে,আল্লাহ তা'আলার যিকর এবং অনুরুপভাবে কুরআন পড়া উযূ ব্যতীত মুবাহ তথা জায়েয আছে।আর জুনুবীকে (যার উপর গোসল ফরয তাকে) শুধু মাত্র কুরআন পড়া থেকে নিশেধ করা হয়েছে।রাসূলুল্লাহ (স) থেকে এরুপ প্রমাণিত হয় যে,উযূ ছাড়া আল্লাহ তা'আলার যিকর করা জায়েয আছেঃ
ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন ঃ যা কিছু আমরা রাসূলুল্লাহ (স) থেকে রিওয়ায়াত করেছি তা থেকে প্রমাণিত হয় যে,আল্লাহ তা'আলার যিকর এবং অনুরুপভাবে কুরআন পড়া উযূ ব্যতীত মুবাহ তথা জায়েয আছে।আর জুনুবীকে (যার উপর গোসল ফরয তাকে) শুধু মাত্র কুরআন পড়া থেকে নিশেধ করা হয়েছে।রাসূলুল্লাহ (স) থেকে এরুপ প্রমাণিত হয় যে,উযূ ছাড়া আল্লাহ তা'আলার যিকর করা জায়েয আছেঃ
563 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ السُّوسِيُّ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عِيسَى، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَمْرٍو، عَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الْقُرْآنَ عَلَى كُلِّ حَالٍ إِلَّا الْجَنَابَةَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِيمَا رَوَيْنَاهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبَاحَةُ ذِكْرِ اللهِ تَعَالَى عَلَى غَيْرِ وُضُوءٍ , وَقِرَاءَةُ الْقُرْآنِ كَذَلِكَ , وَمَنْعُ الْجُنُبِ مِنْ قِرَاءَةِ الْقُرْآنِ خَاصَّةً وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا فِيمَا يَدُلُّ عَلَى إِبَاحَةِ ذِكْرِ اللهِ تَعَالَى عَلَى غَيْرِ طَهَارَةٍ
