শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৬৭
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৬৭. আলী ইবন মা'বদ (রাহঃ) আয়িশা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (স) সর্বাবস্থায় আল্লাহর যিকর করতেন।
এই হাদীসে জানাবাতের অবস্থায় আল্লাহর যিকর করার বৈধতা ব্যক্ত হয়েছে।কিন্তু এই হাদীসে এবং আবু যাবইয়া (রাহঃ) এর হাদীসে কুরআন তিলাওয়াতের কোন উল্লেখ নেই। আলী (রাহঃ) এর হাদীসে জানাবাত অবস্থায় কুরআন পড়া এবং আল্লাহর যিকর করার মধ্যে পার্থক্যের উল্লেখ রয়েছে।
জানাবাত অবস্থায় কুরআন পড়ার নিষেধাজ্ঞা সম্পর্কেও নিম্নোক্ত হাদীস বর্ণিত আছেঃ
567 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ» فَفِي هَذَا إِبَاحَةُ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ فِي حَالِ الْجَنَابَةِ , وَلَيْسَ فِيهِ , وَلَا فِي حَدِيثِ أَبِي ظَبْيَةَ مِنْ قِرَاءَةِ الْقُرْآنِ شَيْءٌ. وَفِي حَدِيثِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ بَيَانُ فَرْقِ مَا بَيْنَ قِرَاءَةِ الْقُرْآنِ , وَذِكْرِ اللهِ تَعَالَى , فِي حَالِ الْجَنَابَةِ
وَقَدْ رُوِيَ أَيْضًا فِي النَّهْيِ عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي حَالِ الْجَنَابَةِ
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৬৭ | মুসলিম বাংলা