শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৪২
১৭- জুনুবী (অপবিত্র ব্যক্তি),হায়যা তথা ঋতুবতী নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৪২. আলী ইবন মা'বদ (রাহঃ)...মুহাজির ইবন কুনফুয (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি একবার রাসূলুল্লাহ (স) কে উযূরত অবস্থায় সালাম করেন।তিনি তার উত্তর দেন নি।তিনি উযূ শেষ করে বললেনঃ আমাকে তোমার সালামের উত্তর দানে বিরত রেখেছে শুধু একটি বিষয়, আমি পবিত্রতা ব্যতীত আল্লাহ তা'আলার স্মরণ কর অপছন্দ করি।
بَابُ ذِكْرِ الْجُنُبِ و الْحَائِضِ وَالَّذِي لَيْسَ عَلَى وُضُوءٍ , وَقِرَاءَتِهِمُ الْقُرْآنَ
542 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ , عَنْ سَعِيدٍ , عَنْ قَتَادَةَ , عَنِ الْحَسَنِ عَنْ حُصَيْنٍ أَبِي سَاسَانَ , عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ , أَنَّهُ سَلَّمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ , فَلَمْ يَرُدَّ عَلَيْهِ , فَلَمَّا فَرَغَ مِنْ وُضُوئِهِ قَالَ: إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ إِلَّا أَنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طَهَارَةٍ "


বর্ণনাকারী: