শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৪০
আন্তর্জাতিক নং: ৫৪১
অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫৪০. ইবন খুযায়মা (রাহঃ)....আবু যায়দ আনসারী (রাহঃ) নবী ﷺ এর জনৈক সাহাবী থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
ইবন খুযায়মা (রাহঃ)...মুসা ইবন সালামা (রাহঃ) ইবন আব্বাস (রাহঃ) থেকে অনুরুপ বর্ণনা করেছেন।
বস্তুত সাহাবীগণের এই সমস্ত উক্তি সেই বিষয়ের অনুকূলে রয়েছে, যা আমরা মুসাফির এবং মুকীমের জন্য চামড়ার মোজায় মাসেহের মেয়াদ নির্ধারণের ব্যাপারে উল্লেখ করেছি।সুতরাং কারো জন্য এর বিরোধিতা করা জায়েয নয়।এটাই ইমাম আবু হানীফা (রাহঃ),ইমাম আবু ইউসুফ (রাহঃ),ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান (রাহঃ)-এর অভিমত।
540 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ سَعِيدِ بْنِ قَطَنٍ، عَنْ أَبِي زَيْدٍ الْأَنْصَارِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ.

541 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ يُونُسَ، وَقَتَادَةَ , عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ فَهَذِهِ أَقْوَالُ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَدِ اتَّفَقَتْ عَلَى مَا ذَكَرْنَا مِنَ التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ لِلْمُسَافِرِ وَالْمُقِيمِ. فَلَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يُخَالِفَ ذَلِكَ. وَهَذَا الَّذِي ذَكَرْنَاهُ أَيْضًا , قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدِ بْنِ الْحَسَنِ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৪০ | মুসলিম বাংলা