শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৯৪
আন্তর্জাতিক নং: ৪৯৬
১৬. অনুচ্ছেদ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৪৯৪. ইব্‌ন আবী দাউদ (র.) ...... উবাই ইব্‌ন উমারা (রা.) থেকে বর্ণনা করেন এবং উবাই ইব্‌ন উমারা (রা.) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে উভয় কিব্‌লা অভিমুখে সালাত আদায় করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ্ রাসূল! আমি কি চামড়ার মোজায় মাসেহ্ করব? তিনি বললেনঃ হ্যাঁ! বললেন, হে আল্লাহ্ রাসূল! একদিন? তিনি বললেনঃ হ্যাঁ, এবং দু'দিন বললেন, দু'দিন হে আল্লাহ্ রাসূল! তিনি বললেনঃ হ্যাঁ এবং তিন দিন? তিনি বললেন, তিনদিন হে আল্লাহ্ রাসূল! তিনি বললেনঃ হ্যাঁ! এরূপে সাত (সংখ্যা) পর্যন্ত পৌঁছলেন। তারপর বললেনঃ যতটুকু তুমি প্রয়োজন মনে কর মাসেহ্ কর।

৪৯৫. ইব্‌ন আবী দাউদ (র.) ..... উবায় ইব্‌ন উমারা (রা.) থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। রাবী বলেন (উবায় ইব্‌ন উমারা রা.) সেই সমস্ত সাহাবার অন্তর্ভূক্ত, যারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে উভয় কিবলা অভিমুখে সালাত আদায় করেছেন।

৪৯৬. রাওহ ইব্‌নুল ফারাজ (র.) ..... উবায় ইব্‌ন উমারা (রা.) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
একদল আলিম এ সমস্ত হাদীসে বর্ণিত মর্ম গ্রহণ করে বলেছেনঃ চামড়ার মোজায় মাসেহ করার জন্য সফর এবং বাড়িতে কোন মেয়াদ নির্ধারিত নেই। এ মতকে উমার ইব্‌ন খাত্তাব (রা.) থেকে বর্ণিত হাদীসও সুদৃঢ় করেছে। তারা এ বিষয়ে নিন্মোক্ত হাদীস সমূহ উল্লেখ করেছেন?
بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ كَمْ وَقْتُهُ لِلْمُقِيمِ وَالْمُسَافِرِ
494 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ وَصَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُبَيّ بْنِ عِمَارَةَ الْقِبْلَتَيْنِ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللهِ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: يَوْمًا يَا رَسُولَ اللهِ , قَالَ: «نَعَمْ» , وَيَوْمَيْنِ. قَالَ: وَيَوْمَيْنِ يَا رَسُولَ اللهِ , قَالَ: «نَعَمْ» , وَثَلَاثًا. قَالَ: وَثَلَاثًا يَا رَسُولَ اللهِ , قَالَ: «نَعَمْ» , حَتَّى بَلَغَ سَبْعًا ثُمَّ قَالَ: «امْسَحْ مَا بَدَا لَكَ»

495 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: أنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ عُبَادَةَ، عَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ، قَالَ: وَكَانَ مِمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقِبْلَتَيْنِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.

496 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا ابْنُ عُفَيْرٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ عُبَادَةَ، عَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا فَقَالُوا: لَا وَقْتَ لِلْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ , فِي السَّفَرِ وَلَا فِي الْحَضَرِ. قَالُوا: وَقَدْ شَذَّ ذَلِكَ مَا رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا فَذَكَرُوا مَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৯৪ | মুসলিম বাংলা