শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৯৩
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৯৩. সালিহ (রাহঃ) ...... হাসান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি লজ্জাস্থান স্পর্শ করণে উযূ করা আবশ্যক মনে করতেন না।
বস্তুত আমরা এ অভিমতই গ্রহণ করি। আর এটাই ইমাম আবু হানীফা (র.), ইমাম আবু ইউসুফ (র.) ও ইমাম মুহাম্মাদ ইব্নুল হাসান (র.)-এর অভিমত।
বস্তুত আমরা এ অভিমতই গ্রহণ করি। আর এটাই ইমাম আবু হানীফা (র.), ইমাম আবু ইউসুফ (র.) ও ইমাম মুহাম্মাদ ইব্নুল হাসান (র.)-এর অভিমত।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
493 - حَدَّثَنَا صَالِحٌ، قَالَ: ثنا سَعِيدٌ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا يُونُسُ، عَنِ الْحَسَنِ «أَنَّهُ كَانَ لَا يَرَى فِي مَسِّ الذَّكَرِ وُضُوءًا» فَبِهَذَا نَأْخُذُ , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدِ بْنِ الْحَسَنِ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى


বর্ণনাকারী: