শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৬৯
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৬৯. মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ..... মুস'আব ইবন সা'দ (র.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি এতে বলেছেনঃ উঠ এবং হাত ধৌত কর। ব্যাখ্যা বস্তুত হাকেম (র.) মুসআব (র.) থেকে রিওয়ায়াত করতে গিয়ে যে উযূর বিষয় উল্লেখ করেছেন সম্ভবত এর দ্বারা হাত ধৌত করা উদ্দেশ্য, যেমনিভাবে তা যুবাইর ইব্‌ন আদী তারই সূত্রে রিওয়ায়াত করেছেন। ফলে উভয় রিওয়ায়াতের মাঝে বৈপরিত্য থাকে না। সা'দ (রা.) থেকে তাঁর এ উক্তি বর্ণিত আছেঃ “এতে (লজ্জাস্থান স্পর্শে) উযূ নেই।”
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
469 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: وَحَدَّثَنَا زَائِدَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: «قُمْ فَاغْسِلْ يَدَكَ» . فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ الْوُضُوءُ الَّذِي رَوَاهُ الْحَاكِمُ فِي حَدِيثِهِ , عَنْ مُصْعَبٍ , هُوَ غَسْلُ الْيَدِ , عَلَى مَا بَيَّنَهُ عَنْهُ الزُّبَيْرُ بْنُ عَدِيٍّ , حَتَّى لَا يَتَضَادَّ الرِّوَايَتَانِ. وَقَدْ رُوِيَ عَنْ سَعْدٍ مِنْ قَوْلِهِ «إِنَّهُ لَا وُضُوءَ فِي ذَلِكَ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৬৯ | মুসলিম বাংলা