শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৬৮
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৬৮. ইবরাহীম ইব্ন মারযূক (র.) ..... মুসআব ইব্ন সা'দ (র.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি আমার পিতার নিকট কুরআন শরীফ ধারণ করেছিলাম। তারপর চুলকাতে চুলকাতে লজ্জাস্থান স্পর্শ করেছি। তিনি বললেন, লজ্জাস্থান স্পর্শ করেছ? আমি বললাম, হ্যাঁ! আমি চুলকিয়ে ফেলেছি। তিনি বললেন, হাত মাটিতে ঘষে নাও, তিনি আমাকে উযূ করার নির্দেশ দেননি। মুস'আব (র.) থেকে এটাও বর্ণিত আছে যে, তাঁর পিতা তাঁকে হাত ধৌত করার নির্দেশ দিয়েছেন।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
468 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ: " كُنْتُ آخُذُ عَلَى أَبِي الْمُصْحَفَ , فَاحْتَكَكْتُ فَأَصَبْتُ فَرْجِي فَقَالَ: أَصَبْتَ فَرْجَكَ؟ قُلْتُ: نَعَمِ احْتَكَكْتُ فَقَالَ: اغْمِسْ يَدَكَ فِي التُّرَابِ , وَلَمْ يَأْمُرْنِي أَنْ أَتَوَضَّأَ " وَرُوِيَ عَنْ مُصْعَبٍ أَيْضًا أَنَّ أَبَاهُ أَمَرَهُ بِغَسْلِ يَدِهِ.
