শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৬৭
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৬৭. ইব্ন খুযায়মা (র.) ....... মুজাহিদ (র.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা ইব্ন উমার (রা.) এর সঙ্গে সালাত আদায় করেছি অথবা বলেছেন, ইব্ন উমার (রা.) আমাদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। তারপর তিনি সফরে রওয়ানা হন। এরপর তিনি তাঁর উট বসালেন। এতে আমি বললাম, হে আবু আব্দির রহমান! আমরা তো সালাত আদায় করে ফেলেছি। তিনি বললেন, আবু আব্দির রহমান তা অবগত আছে। কিন্তু আমি লজ্জাস্থান স্পর্শ করেছি। রাবী বলেন, তারপর তিনি উযূ করেছেন এবং পুনঃ সালাত আদায় করেছেন।
উত্তরে তাদেরকে বলা হবেঃ
যা তোমরা মুসআব ইব্ন সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছ, অথচ মুসআব ইব্ন সা'দ পিতা (রা.) সূত্রে এর পরিপন্থী রিওয়ায়াত বর্ণিত আছে, যা তাঁর থেকে হাকাম (র.) রিওয়ায়াত করেছেনঃ
উত্তরে তাদেরকে বলা হবেঃ
যা তোমরা মুসআব ইব্ন সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছ, অথচ মুসআব ইব্ন সা'দ পিতা (রা.) সূত্রে এর পরিপন্থী রিওয়ায়াত বর্ণিত আছে, যা তাঁর থেকে হাকাম (র.) রিওয়ায়াত করেছেনঃ
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
467 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: " صَلَّيْنَا مَعَ ابْنِ عُمَرَ , أَوْ صَلَّى بِنَا ابْنُ عُمَرَ , ثُمَّ سَارَ , ثُمَّ أَنَاخَ جَمَلَهُ. فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ , إِنَّا قَدْ صَلَّيْنَا فَقَالَ: إِنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ قَدْ عَرَفَ ذَلِكَ , وَلَكِنِّي مَسَسْتُ ذَكَرِي قَالَ: فَتَوَضَّأَ وَأَعَادَ الصَّلَاةَ " قِيلَ لَهُمْ: أَمَّا مَا رَوَيْتُمُوهُ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ , فَإِنَّهُ قَدْ رُوِيَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ , خِلَافُ مَا رَوَاهُ عَنْهُ الْحَكَمُ
