শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৬৫
আন্তর্জাতিক নং: ৪৬৬
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৬৫. ইউনুস (র.) ..... সালিম (র.) তাঁর পিতা (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁকে এরূপভাবে সালাত আদায় করতে দেখেছেন, যা ইতিপূর্বে কখনও আদায় করেননি। তিনি বলেন, আমি তাঁকে বললাম, এটা কিরূপ সালাত? তিনি বললেন, আমি লজ্জাস্থান স্পর্শ করেছি এবং উযূ করতে ভুলে গিয়েছি।

৪৬৭. ইব্‌ন খুযায়মা (রাহঃ) ..... ইব্‌ন উমার (রা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
كتاب الطهارة
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
465 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ: أَنَّهُ رَآهُ صَلَّى صَلَاةً لَمْ يَكُنْ يُصَلِّيهَا. قَالَ: فَقُلْتُ لَهُ: مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: «إِنِّي مَسَسْتُ فَرْجِي , فَنَسِيتُ أَنْ أَتَوَضَّأَ»

466 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান