শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৭০
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৭০. মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রা.) ..... কায়স ইব্‌ন আবী হাযিম (র.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সা'দ (রা.) কে লজ্জাস্থান স্পর্শ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যদি তা নাপাক হয় তাহলে কেটে ফেল। (এটা স্পর্শ করাতে) কোন অসুবিধা নেই।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
470 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أنا زَائِدَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: سُئِلَ سَعْدٌ عَنْ مَسِّ الذَّكَرِ، فَقَالَ: «إِنْ كَانَ نَجِسًا فَاقْطَعْهُ لَا بَأْسَ بِهِ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৭০ | মুসলিম বাংলা