শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৪৭
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
তারা যদি সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেঃ
৪৪৭. ইউনুস (র.) ..... আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ হাত লজ্জাস্থান পর্যন্ত পৌছায় এবং উভয়ের মাঝে কোনরূপ আড়াল না থাকে সে যেন অবশ্যই উযূ করে নেয়। তাদেরকে বলা হবে তোমাদের নিকট এই ইয়াযীদ 'মুনকারুল হাদীস'। তার কোন হাদীসই সঠিক হয় না। তোমরা তার দ্বারা কিভাবে প্রমাণ পেশ করছ? যদি তারা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেঃ
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
وَإِنِ احْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا بِمَا
447 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ , عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ الْمَلِكِ , عَنِ الْمَقْبُرِيِّ , عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ قَالَ: «مَنْ أَفْضَى بِيَدِهِ إِلَى ذَكَرِهِ؟ لَيْسَ بَيْنَهُمَا سِتْرٌ وَلَا حِجَابٌ , فَلْيَتَوَضَّأْ» قِيلَ لَهُمْ: يَزِيدُ هَذَا عِنْدَكُمْ مُنْكَرُ الْحَدِيثِ , لَا يَسْتَوِي حَدِيثُهُ شَيْئًا فَكَيْفَ تَحْتَجُّونَ بِهِ؟ . وَإِنِ احْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৪৭ | মুসলিম বাংলা