শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৪৬
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
যদি তারা এ বিষয়ে প্রমাণ পেশ করে (এবং নিম্নোক্ত হাদীস পেশ করে)।
৪৪৬. ইয়াযীদ ইব্ন সিনান (র.) ...... সালিম (র.)-এর পিতা (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন অবশ্যই উযূ করে নেয়।
তাদেরকে বলা হবেঃ
তোমরা এই আলা (ইব্ন সুলায়মান) দ্বারা কিভাবে প্রমাণ পেশ করছ? অথচ তিনি তোমাদের নিকটও দুর্বল রাবী?
৪৪৬. ইয়াযীদ ইব্ন সিনান (র.) ...... সালিম (র.)-এর পিতা (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন অবশ্যই উযূ করে নেয়।
তাদেরকে বলা হবেঃ
তোমরা এই আলা (ইব্ন সুলায়মান) দ্বারা কিভাবে প্রমাণ পেশ করছ? অথচ তিনি তোমাদের নিকটও দুর্বল রাবী?
وَإِنِ احْتَجُّوا فِي ذَلِكَ
446 - بِمَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ , قَالَ: ثنا الْعَلَاءُ بْنُ سُلَيْمَانَ , عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ» قِيلَ لَهُمْ: كَيْفَ تَحْتَجُّونَ بِالْعَلَاءِ هَذَا , وَهُوَ عِنْدَكُمْ ضَعِيفٌ؟
446 - بِمَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ , قَالَ: ثنا الْعَلَاءُ بْنُ سُلَيْمَانَ , عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ» قِيلَ لَهُمْ: كَيْفَ تَحْتَجُّونَ بِالْعَلَاءِ هَذَا , وَهُوَ عِنْدَكُمْ ضَعِيفٌ؟
