শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩০১
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
৩০১. আবু বাকরা (রাহঃ)..... আব্দুল মালিক ইবন উমাইর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একদা জাবির ইবন সামুরা (রাযিঃ)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় তাঁকে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে এরুপ কাপড়ে সালাত আদায় করে; যা পড়ে সে তাঁর স্ত্রীর সঙ্গে সহবাস করেছে। তিনি বললেনঃ এতে সালাত আদায় করতে পার; তবে যদি এতে কোন কিছু (মনী) দেখতে পাও তা ধৌত করে ফেল; কিন্তু তাতে পানির ছিটা দিবে না। যেহেতু পানির ছিটায় মন্দকে (বীর্য)-কে ছড়িয়ে দেয়।
باب حكم المني هل هو طاهر أم نجس؟
301 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سُئِلَ جَابِرُ بْنُ سَمُرَةَ وَأَنَا عِنْدَهُ، عَنِ الرَّجُلِ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ أَهْلَهُ , قَالَ: «صَلِّ فِيهِ , إِلَّا أَنْ تَرَى فِيهِ شَيْئًا فَتَغْسِلُهُ وَلَا تَنْضَحُهُ , فَإِنَّ النَّضْحَ لَا يَزِيدُهُ إِلَّا شَرًّا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩০১ | মুসলিম বাংলা