শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩০১
পবিত্রতা অর্জনের অধ্যায়
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
৩০১. আবু বাকরা (রাহঃ)..... আব্দুল মালিক ইবন উমাইর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একদা জাবির ইবন সামুরা (রাযিঃ)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় তাঁকে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে এরুপ কাপড়ে সালাত আদায় করে; যা পড়ে সে তাঁর স্ত্রীর সঙ্গে সহবাস করেছে। তিনি বললেনঃ এতে সালাত আদায় করতে পার; তবে যদি এতে কোন কিছু (মনী) দেখতে পাও তা ধৌত করে ফেল; কিন্তু তাতে পানির ছিটা দিবে না। যেহেতু পানির ছিটায় মন্দকে (বীর্য)-কে ছড়িয়ে দেয়।
كتاب الطهارة
باب حكم المني هل هو طاهر أم نجس؟
301 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سُئِلَ جَابِرُ بْنُ سَمُرَةَ وَأَنَا عِنْدَهُ، عَنِ الرَّجُلِ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ أَهْلَهُ , قَالَ: «صَلِّ فِيهِ , إِلَّا أَنْ تَرَى فِيهِ شَيْئًا فَتَغْسِلُهُ وَلَا تَنْضَحُهُ , فَإِنَّ النَّضْحَ لَا يَزِيدُهُ إِلَّا شَرًّا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩০১ | মুসলিম বাংলা