শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩০০
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
৩০০.আবু বাকরা (রাহঃ)..... জাবালা ইবন সুহায়ম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন উমার (রাযিঃ)-কে কাপড়ে লেগে যাওয়া মনী সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেনঃ তাতে পানি ছিটিয়ে দাও। সম্ভবত তিনি পানি ছিটানোর দ্বারা ধৌত করা বুঝিয়েছেন। যেহেতু ছিটানো কখনও ধোয়ার অর্থে ব্যবহৃত হয়। (যেমন) রাসূলুল্লাহ (স) বলেছেনঃ আমি এরুপ একটি নগরী সম্পর্কে জ্ঞাত আছি, যার একপ্রান্তে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। আবার এও হতে পারে যে ইবন উমার (রাযিঃ) অন্য কিছু বুঝিয়েছেন।
باب حكم المني هل هو طاهر أم نجس؟
300 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الْمَنِيِّ، يُصِيبُ الثَّوْبَ قَالَ: «انْضَحْهُ بِالْمَاءِ» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ أَرَادَ بِالنَّضْحِ , الْغُسْلَ , لِأَنَّ النَّضْحَ قَدْ يُسَمَّى غَسْلًا , قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنِّي لَأَعْرِفُ مَدِينَةً يَنْضَحُ الْبَحْرُ بِجَانِبِهَا» يَعْنِي يَضْرِبُ الْبَحْرُ بِجَانِبِهَا. وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ ابْنُ عُمَرَ , أَرَادَ غَيْرَ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩০০ | মুসলিম বাংলা