শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৯৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
২৯৫.ইউনুস (রাহঃ)...... ইয়াহয়া ইবন আব্দুর রহমান ইবন হাতিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সঙ্গে সেই কাফেলায় উমরা পালন করেছেন, যাতে তাঁদের মধ্যে আমর ইবনুল আ’স (রাযিঃ) অন্তর্ভুক্ত ছিলেন। উমার (রাযিঃ) সফরের মাঝপথে এক পর্যায়ে কোন এক জলাশয়ের নিকটবর্তী স্থানে রাত যাপন করলেন। তাঁর স্বপ্নদোষ হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার নিকটবর্তী হয়ে গেল অথচ কাফেলায় পানি পাওয়া গেল না। তিন সওয়ার পানির কাছে এলেন এবং স্বপ্ন দোষে দৃষ্ট বস্তু ধুতে লাগলেন। ততক্ষণে ফর্সা হয়ে গেল। আমর (রাযিঃ) তাঁকে বললেন, আপনিতো সকাল করে ফেললেন, আমাদের কাছে কাপড় আছে, আপনার কাপড় রেখে দিন। উমার (রাযিঃ) বললেন (না) বরং যা কিছু আমি দেখেছি তা ধৌত করব আর যা দেখিনি তাতে পানি ছিটিয়ে দিব।
كتاب الطهارة
باب حكم المني هل هو طاهر أم نجس؟
295 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، أَنَّهُ اعْتَمَرَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فِي رَكْبٍ , فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ , وَأَنَّ عُمَرَ عَرَّسَ بِبَعْضِ الطَّرِيقِ , قَرِيبًا مِنْ بَعْضِ الْمِيَاهِ فَاحْتَلَمَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ كَادَ أَنْ يُصْبِحَ , فَلَمْ يَجِدْ مَاءً فِي الرَّكْبِ , فَرَكِبَ حَتَّى جَاءَ الْمَاءَ , فَجَعَلَ يَغْسِلُ مَا رَأَى مِنَ الِاحْتِلَامِ , حَتَّى أَسْفَرَ فَقَالَ لَهُ عَمْرٌو: أَصْبَحْتُ , وَمَعَنَا ثِيَابٌ , فَدَعْ ثَوْبَكَ , فَقَالَ: عُمَرُ: «بَلْ أَغْسِلُ مَا رَأَيْتُ وَأَنْضَحُ مَا لَمْ أَرَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান