শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৯৪
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
২৯৪.সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ)..... সা’দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নিজের কাপড় থেকে জানাবাত (বীর্য)-কে রগড়ে-ঘষে পরিষ্কার করতেন।
বস্তুত এতে এই সম্ভাবনা আছে যে, তিনি এরুপ এইজন্য করতেন যে, এটা তাঁর মতে পাক এবং এই সম্ভবনাও আছে যে, তিনি এরুপ এ জন্য করতেন যেমনিভাবে জুতা থেকে গোবর রগড়ে-ঘষে পরিষ্কার করা হয়, এই জন্য নয় যে, তা তাঁর মত পাক।
باب حكم المني هل هو طاهر أم نجس؟
294 - مَا حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا سَعِيدٌ قَالَ: ثنا هُشَيْمٌ , قَالَ: أنا حُصَيْنٌ , عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ , عَنْ أَبِيهِ أَنَّهُ: «كَانَ يَفْرُكُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِهِ» فَهَذَا يَحْتَمِلُ أَنْ يَكُونَ كَانَ يَفْعَلُ ذَلِكَ لِأَنَّهُ، عِنْدَهُ، طَاهِرٌ. وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ كَانَ يَفْعَلُ ذَلِكَ كَمَا يُفْعَلُ بِالرَّوْثِ الْمَحْكُوكِ مِنَ النَّعْلِ لَا لِأَنَّهُ، عِنْدَهُ، طَاهِرٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯৪ | মুসলিম বাংলা