শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৫৮
আন্তর্জাতিক নং: ২৫৯
কারো পুরুষাঙ্গ থেকে ‘মজী’ (শ্রিঙ্গারকালে নির্গত তরল পদার্থ) বের হলে কি করবে?
২৫৮-২৫৯.আবু বাকরা (রাহঃ)....... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ মনী, মজী ও ওয়াদী (এর বিধান নিম্নরূপ) মজী এবং ওয়াদী বের হলে পুরুষাঙ্গ ধৌত করবে এবং উজূ করবে। কিন্তু ‘মনী’ বের হলে তাতে গোসল করতে হবে।
258 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، ح
259 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا هِلَالُ بْنُ يَحْيَى بْنِ مُسْلِمٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، كِلَاهُمَا عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «هُوَ الْمَنِيُّ وَالْمَذْيُ وَالْوَدْيُ» فَأَمَّا الْمَذْيُ وَالْوَدْيُ فَإِنَّهُ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ , وَأَمَّا الْمَنِيُّ , فَفِيهِ الْغُسْلُ "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
tahqiqতাহকীক:তাহকীক চলমান