শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫৭
কারো পুরুষাঙ্গ থেকে ‘মজী’ (শ্রিঙ্গারকালে নির্গত তরল পদার্থ) বের হলে কি করবে?
২৫৭.আবু বাকরা (রাহঃ)....... আবু উসমান নাহদী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, সুলায়মান ইবন রবী’আ বাহিলী (রাহঃ) বনু আকীলের জনৈকা মহিলাকে বিবাহ করেন। তিনি তার কাছে আসতেন এবং তার সঙ্গে আমোদ প্রমোদ করতেন। তিনি এই বিষয়ে উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন। তিনি বললেন, যদি তুমি পানি (মজী) দেখতে পাও তাহলে তুমি লজ্জাস্থান এবং অন্ডকোষ ধৌত করে ফেলবে এবং সালাতের উজূর ন্যায় উজূ করবে।
তাকে উত্তরে বলা হবেঃ সম্ভবত এর কারণ তা-ই, যা আমরা রাফি’ ইবন খাদীজা (রাযিঃ) বর্ণিত হাদীস প্রসঙ্গে বর্ণনা করে এসেছি। পরবর্তী মনীষী আলিমদের এক দল থেকে এর অনুকূলে বর্ণিত আছেঃ
তাকে উত্তরে বলা হবেঃ সম্ভবত এর কারণ তা-ই, যা আমরা রাফি’ ইবন খাদীজা (রাযিঃ) বর্ণিত হাদীস প্রসঙ্গে বর্ণনা করে এসেছি। পরবর্তী মনীষী আলিমদের এক দল থেকে এর অনুকূলে বর্ণিত আছেঃ
باب الرجل يخرج من ذكره المذي كيف يفعل
257 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو عُمَرَ قَالَ: أنا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: أنا سُلَيْمَانُ التَّيْمِيُّ , عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيُّ: أَنَّ سَلْمَانَ بْنَ رَبِيعَةَ الْبَاهِلِيَّ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي عَقِيلٍ , فَكَانَ يَأْتِيهَا فَيُلَاعِبُهَا. فَسَأَلَ عَنْ ذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ «إِذَا وَجَدْتَ الْمَاءَ فَاغْسِلْ فَرْجَكَ وَأُنْثَيَيْكَ , وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ» قِيلَ لَهُ: يُحْتَمَلُ أَنْ يَكُونَ وَجْهُ ذَلِكَ أَيْضًا مَا صَرَفْنَا إِلَيْهِ وَجْهَ حَدِيثِ رَافِعِ بْنِ خَدِيجٍ. وَقَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِمَّنْ بَعْدَهُ , مَا يُوَافِقُ ذَلِكَ
