শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৬০
কারো পুরুষাঙ্গ থেকে ‘মজী’ (শ্রিঙ্গারকালে নির্গত তরল পদার্থ) বের হলে কি করবে?
২৬০.আবু বাকরা (রাহঃ)..... আবু জামরা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার ইবন আব্বাস (রাযিঃ)-কে বললামঃ আমি (সফরে) সওয়ারীর উপর আরোহণ করি এবং (অনেক সময়) আমার মজী বের হয়ে যায় (এর বিধান কী?)। তিনি বললেনঃ তোমার পুরুষাঙ্গ ধৌত করে ফেলবে এবং সালাতের ন্যায় উজূ করবে।
আপনারা কি দেখতে পাচ্ছেন না যখন ইবন আব্বাস (রাযিঃ) মজী নির্গত হওয়ার দ্বারা যা ওয়াজিব হয় তার উল্লেখ করেছেন তখন বিশেষ করে উজূর কথা উল্লেখ করেছেন? আর যখন আবু জামরা (রাহঃ)-কে নিরদেশ দিয়েছেন তখন উজূ করার সঙ্গে পুরুষাঙ্গ ধৌত করার নিরদেশও দিয়েছেন।
আপনারা কি দেখতে পাচ্ছেন না যখন ইবন আব্বাস (রাযিঃ) মজী নির্গত হওয়ার দ্বারা যা ওয়াজিব হয় তার উল্লেখ করেছেন তখন বিশেষ করে উজূর কথা উল্লেখ করেছেন? আর যখন আবু জামরা (রাহঃ)-কে নিরদেশ দিয়েছেন তখন উজূ করার সঙ্গে পুরুষাঙ্গ ধৌত করার নিরদেশও দিয়েছেন।
260 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ إِنِّي أَرْكَبُ الدَّابَّةَ فَأُمْذِيَ. فَقَالَ: «اغْسِلْ ذَكَرَكَ وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ» أَفَلَا تَرَى أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ حِينَ ذَكَرَ مَا يَجِبُ فِي الْمَذْيِ ذَكَرَ الْوُضُوءَ خَاصَّةً وَحِينَ أَمَرَ أَبَا جَمْرَةَ أَمَرَهُ مَعَ الْوُضُوءِ بِغَسْلِ الذَّكَرِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
