শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০০
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২০০.আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ........ আব্দুল্লাহ ইব্ন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার এক সফরে রাসূলুল্লাহ্ ﷺআমাদের থেকে (কিছুটা) পিছনে রয়ে গিয়েছিলেন। তারপর তিনি আমাদের কাছে এমন সময় পৌছালেন, যখন আসরের সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে। আমরা উযূ করেছিলাম এবং পা মাসেহ্ করেছিলাম। এতে বিলাল (রাযিঃ) দু’তিন বার ঘােষণা দিয়ে বললেনঃ “গােড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।”
كتاب الطهارة
200 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: " تَخَلَّفَ عَنَّا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقَتْنَا صَلَاةُ الْعَصْرِ وَنَحْنُ نَتَوَضَّأُ وَنَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِلَالٌ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)