শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৯৯
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৯৯.মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ……… আব্দুল্লাহ্ ইব্ন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা একবার রাসূলুল্লাহ্ ﷺ.-এর সঙ্গে মক্কা থেকে মদীনা সফর করেছি। (এক পর্যায়ে) তিনি মক্কা এবং মদীনার মধ্যবর্তী একটি জলাশয়ের নিকট আসলেন। এদিকে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। কিছু লােক অগ্রসর হয়ে গিয়েছিল। যখন আমরা তাদের কাছে পৌছে দেখলাম তারা উযূ করে ফেলেছে এবং তাদের গােড়ালিসমূহ (শুকনাে থাকার কারণে) চমকাচ্ছে, যাতে পানি পৌছায়নি। এতে নবী ﷺ বললেনঃ গােড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তােমরা উযূকে পূর্ণ কর।
199 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أنا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: " سَافَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، فَأَتَى عَلَى مَاءٍ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَحَضَرَتِ الْعَصْرُ، فَتَقَدَّمَ أُنَاسٌ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ وَقَدْ تَوَضَّئُوا وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا مَاءٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯৯ | মুসলিম বাংলা