শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৭৯
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৭৯. ফাহাদ (রাহঃ) ………মু'আবিয়া (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। বর্ণনাকারী ফাহাদ (রাহঃ) বলেনঃ আমি আব্দুল্লাহ্ ইব্ন সালিহ (রাহঃ)-এর নিকট এ বিষয় উল্লেখ করলে তিনি বলেনঃ আমি তা মুআবিয়া ইব্ন সালিহ (রাহঃ) থেকে শুনেছি।
বস্তুত এই সমস্ত হাদীস রাসূলুল্লাহ্ ﷺ থেকে মুতাওয়াতির সনদ তথা বহু ধারাবাহিক সূত্র পরম্পরায় বর্ণিত আছে যে, তিনি সালাতের উযূতে পা ধৌত করেছেন। তাঁর থেকে এরূপ রিওয়ায়াতও বর্ণিত আছে, যা থেকে বুঝা যায় যে, দুই পায়ের বিধান হচ্ছে ধৌত করা।
এই সম্পর্কে বর্ণিত কিছু রিওয়ায়াত নিম্নরূপঃ
باب فرض الرجلين في وضوء الصلاة
179 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا آدَمُ، قَالَ: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ، ثُمَّ ذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ. قَالَ فَهْدٌ: فَذَكَرْتُهُ لِعَبْدِ اللهِ بْنِ صَالِحٍ , فَقَالَ: سَمِعْتُهُ مِنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ. فَهَذِهِ الْآثَارُ قَدْ تَوَاتَرَتْ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ غَسَلَ قَدَمَيْهِ فِي وُضُوئِهِ لِلصَّلَاةِ , وَقَدْ رُوِيَ عَنْهُ أَيْضًا مَا يَدُلُّ أَنَّ حُكْمَهُمَا الْغُسْلُ. فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৯ | মুসলিম বাংলা