শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৭৮
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৭৮.বাহর (রাহঃ)……… আব্দুর রহমান ইব্ন জুবাইর ইব্ন নুফাইর (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, আবু জুবাইর কিন্দী (রাযিঃ) একবার রাসূলুল্লাহ্ ﷺ -এর খিদমতে উপস্থিত হলেন। তিনি তাঁর জন্য (উযূর) পানি আনার নির্দেশ দিলেন, পরে বললেনঃ হে আবু জুবাইর! উযূ কর। তিনি মুখমণ্ডল থেকে (উযূ) আরম্ভ করলেন। এতে রাসূলুল্লাহ্ ﷺ তাঁকে বললেন, মুখমণ্ডল থেকে আরম্ভ কর না। কেননা কাফির ব্যক্তিই মুখমণ্ডল থেকে আরম্ভ করে। তারপর রাসূলুল্লাহ্ ﷺ পানি চেয়ে এনে প্রতিটি অঙ্গ তিনবার করে ধৌত করে উযূ করেন। মাথা মাসেহ করেন এবং পা ধৌত করেন।
كتاب الطهارة
178 - حَدَّثَنَا بَحْرٌ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا جُبَيْرٍ الْكِنْدِيَّ قَدِمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ لَهُ بِوَضُوءٍ , فَقَالَ: «تَوَضَّأْ يَا أَبَا جُبَيْرٍ» فَبَدَأَ بِفِيهِ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْدَأْ بِفِيكَ , فَإِنَّ الْكَافِرَ يَبْدَأُ بِفِيهِ» وَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ , فَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَغَسَلَ رِجْلَيْهِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান