শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৭৭
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৭৭.ইউনুস (রাহঃ) ও ইব্ন আবী আকীল (রাহঃ) ………বর্ণনা করেন যে, আমর ইব্ন ইয়াহইয়া মাযিনী (রাহঃ)-এর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ্ ইব্ন যায়দ ইব্ন আসিম-কে জিজ্ঞাসা করেন, আপনি কি আমাকে দেখাতে পারেন, রাসূলুল্লাহ্ ﷺ কিভাবে উযূ করেছেন? এতে তিনি পানি চেয়ে আনলেন, উযূ করলেন এবং দুই পা ধুলেন।
177 - حَدَّثَنَا يُونُسُ، وَابْنُ أَبِي عَقِيلٍ، قَالَا: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ: «هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَغَسَلَ رِجْلَيْهِ»
