শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৭৬
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৭৬.আহমদ ইব্ন দাউদ (রাহঃ)………বর্ণনা করেন যে, ইব্ন শু’আইব (রাহঃ) তাঁর পিতা-পিতামহ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, একবার জনৈক ব্যক্তি নবী ﷺ-এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলঃ উযূর পদ্ধতি কি ? তিনি পানি চেয়ে এনে প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করলেন, মাথা মাসেহ্ করলেন এবং পা ধুলেন। তারপর বললেনঃ উযূ (এর পদ্ধতি) এরূপ। সুতরাং যে ব্যক্তি এর অতিরিক্ত বা এর থেকে কম করবে সে খারাপ কাজ এবং যুলুম করল।
176 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ: كَيْفَ الطَّهُورُ؟ فَدَعَا بِمَاءٍ , فَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , وَمَسَحَ بِرَأْسِهِ , وَغَسَلَ رِجْلَيْهِ , ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ , فَمَنْ زَادَ عَلَى هَذَا أَوْ نَقَصَ , فَقَدْ أَسَاءَ وَظَلَمَ»
