শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৬৭
আন্তর্জাতিক নং: ১৬৮
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৬৭.ইব্ন মারযূক (রাহঃ) ……… উসমান ইব্ন আফফান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার উযূ করলেন এবং তিনবার করে পা ধৌত করলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে অনুরূপ উযূ করতে দেখেছি।
১৬৮. ইউনুস (রাহঃ) ও ইব্ন আবী আকীল (রাহঃ) ……… উসমান (রাযিঃ)-এর আযাদকৃত গােলাম হুমরান (রাযিঃ) উসমান (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
১৬৮. ইউনুস (রাহঃ) ও ইব্ন আবী আকীল (রাহঃ) ……… উসমান (রাযিঃ)-এর আযাদকৃত গােলাম হুমরান (রাযিঃ) উসমান (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
167 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ يَحْيَى، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ تَوَضَّأَ فَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ هَكَذَا»
168 - حَدَّثَنَا يُونُسُ وَابْنُ أَبِي عَقِيلٍ قَالَا: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ عَنْ عُثْمَانَ مِثْلَهُ
168 - حَدَّثَنَا يُونُسُ وَابْنُ أَبِي عَقِيلٍ قَالَا: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ عَنْ عُثْمَانَ مِثْلَهُ
