শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৬৯
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৬৯.ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ)....... মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন আবী মারইয়াম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার যায়দ ইব্ন দারা (রাহঃ)-এর ঘরে গেলাম। আমি কুল্লিরত অবস্থায় তিনি আমাকে (হাদীস) শুনিয়ে বললেন, হে আবু মুহাম্মাদ! আমি বললাম, আমি উপস্থিত। তিনি বললেন, আমি কি তােমাকে রাসূলুল্লাহ্ ﷺ -এর উযু সম্পর্কে বলব না? আমি বললাম, হ্যা, অবশ্যই বলুন। তিনি বললেন, আমি উসমান ইব্ন আফফান (রাযিঃ)-কে উযূ করার স্থানে দেখলাম। তিনি (উযূর জন্য) পানি চেয়ে আনলেন। তারপর প্রতিটি অঙ্গ তিনবার ধৌত করলেন। এর পরে বললেনঃ যে ব্যক্তি রাসূলুল্লাহ্ ﷺ-এর উযূ দেখতে ইচ্ছুক, সে যেন আমার উযূ দেখে নেয়।
كتاب الطهارة
باب فرض الرجلين في وضوء الصلاة
169 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا صَفْوَانُ بْنُ عِيسَى، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي مَرْيَمَ، قَالَ: دَخَلْتُ عَلَى زَيْدِ بْنِ دَارَةَ بَيْتَهُ، فَسَمِعَنِي وَأَنَا أُمَضْمِضُ، فَقَالَ لِي: يَا أَبَا مُحَمَّدٍ. فَقُلْتُ: لَبَّيْكَ. فَقَالَ: أَلَا أُخْبِرُكَ عَنْ وُضُوءِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: بَلَى. قَالَ: " رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ عِنْدَ الْمَقَاعِدِ دَعَا بِوَضُوءٍ , فَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , فَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى وُضُوءِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَنْظُرْ إِلَى وُضُوئِي»