শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৬৩
আন্তর্জাতিক নং: ১৬৬
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৬৩.হুসাইন ইব্ন নসর (রাহঃ) ........ আব্দ খায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আলী (রাযিঃ) (ইস্তিঞ্জার পর) আঙ্গিনায় প্রবেশ করে নিজের গােলামকে বললেন, আমার জন্য পানি নিয়ে এস। সে পানি এবং গামলা নিয়ে আসল, তিনি উযূ করলেন এবং তিনবার করে পা ধৌত করে বললেন, রাসূলুল্লাহ্ ﷺএর উযূ অনুরূপ ছিল।
১৬৪.হুসাইন (রাহঃ) ………আলী (রাযিঃ)-এর বরাতে নবী ﷺ থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
১৬৫. আলী ইব্ন শায়বা (রাহঃ) ……… আবু ইসহাক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
১৬৬. ইব্ন মারযূক (রাহঃ) ……… মালিক থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
باب فرض الرجلين في وضوء الصلاة
163 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ قَالَ: ثنا عَلْقَمَةُ بْنُ خَالِدٍ أَوْ خَالِدُ بْنُ عَلْقَمَةَ , عَنْ عَبْدِ خَيْرٍ قَالَ: " دَخَلَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ الرَّحْبَةَ ثُمَّ قَالَ لِغُلَامِهِ: ائْتِنِي بِطَهُورٍ. فَأَتَاهُ بِمَاءٍ وَطَسْتٍ , فَتَوَضَّأَ فَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا , وَقَالَ: «هَكَذَا كَانَ طَهُورُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .

164 - حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ الْوَادِعِيِّ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.

165 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.

166 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَالِكِ بْنِ عُرْفُطَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ خَيْرٍ قَالَ: سَمِعْتُ عَلِيًّا. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৩ | মুসলিম বাংলা