শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৬২
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৬২.রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ........ আব্বাদ ইব্ন তামীম-এর পিতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ উযূ করেছেন এবং পা মাসেহ করেছেন। উরওয়া (রাযিঃ) ও অনুরূপ করতেন।
একদল আলিম এই মত গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেনঃ অনুরূপভাবে পায়ের বিধান হচ্ছে তা মাসেহ্ করা হবে, যেমনিভাবে মাথা মাসেহ করা হয়। পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরােধিতা করে বলেছেনঃ বরং তা ধোয়া হবে। তাঁরা এই বিষয়ে (নিম্নোক্ত) হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেছেনঃ
كتاب الطهارة
باب فرض الرجلين في وضوء الصلاة
162 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْقَدَمَيْنِ، وَأَنَّ عُرْوَةَ كَانَ يَفْعَلُ ذَلِكَ» . فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا وَقَالُوا: هَكَذَا حُكْمُ الرِّجْلَيْنِ يُمْسَحَانِ , كَمَا يُمْسَحُ الرَّأْسُ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: بَلْ يُغْسَلَانِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ مِنَ الْآثَارِ بِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬২ | মুসলিম বাংলা