শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৬
৯- অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৫৬.ইব্‌ন মারযূক (রাহঃ)....... নাযাল ইব্ন সাবরা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আলী (রাযিঃ) কে দেখেছি, তিনি যুহরের সালাত আদায় করেন। তারপর লােকদের জন্য মসজিদের আঙ্গিনায় বসলেন। কিছুক্ষণ পর পানি আনা হলে তিনি চেহারা এবং দুই হাত মাসেহ করেন। পরে মাথা ও দুই পা মাসেহ করেন এবং দাঁড়িয়ে এর অবশিষ্ট পানি পান করেন। তারপর বললেন : লােকেরা ধারণা করে যে, এটি মাকরূহ। আর আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে এমনটি করতে দেখেছি, যেমনটি আমি করেছি। আর এটি হচ্ছে সেই ব্যক্তির উযু, যে অপবিত্র নয় (যে ব্যক্তি উযূ ছাড়া নয়)।
ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ আমাদের মতে এই হাদীসে পা মাসেহ করা ফরয হওয়ার কোন দলীল নেই। যেহেতু এতে ব্যক্ত হয়েছে যে, তিনি নিজের চেহারা মাসেহ্ করেছেন। আর প্রকৃতপক্ষে মাসেহ্ ছিল ধােয়া। অনুরূপভাবে সম্ভাবনা থাকছে যে, পায়ের মাসেহ্ও তেমনিভাবে (ধােয়া) ছিল।
بَابُ فَرْضِ الرِّجْلَيْنِ فِي وُضُوءِ الصَّلَاةِ
156 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ صَلَّى الظُّهْرَ، ثُمَّ قَعَدَ لِلنَّاسِ فِي الرَّحْبَةِ، ثُمَّ أُتِيَ بِمَاءٍ فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ وَشَرِبَ فَضْلَهُ قَائِمًا، ثُمَّ قَالَ: «إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ هَذَا يُكْرَهُ، وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ مِثْلَ مَا صَنَعْتُ، وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ» . قَالَ أَبُو جَعْفَرٍ: وَلَيْسَ فِي هَذَا الْحَدِيثِ عِنْدَنَا دَلِيلٌ أَنَّ فَرْضَ الرِّجْلَيْنِ هُوَ الْمَسْحُ؛ لِأَنَّ فِيهِ أَنَّهُ قَدْ مَسَحَ وَجْهَهُ , فَكَانَ ذَلِكَ الْمَسْحُ هُوَ غَسْلٌ، فَقَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ مَسْحُهُ بِرِجْلِهِ أَيْضًا كَذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৬ | মুসলিম বাংলা